English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
- Advertisement -

পেনাল্টি মিসের পর পেনাল্টিতেই গোল রোনালদোর

- Advertisements -

নাসিম রুমি: পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। কিছুক্ষণ পরই অবশ্য দলকে এগিয়ে নিলেন জন দুরান। পরে আরেকটি পেনাল্টি পেয়ে আর ব্যর্থ হননি পর্তুগিজ তারকা। তাদের দল আল নাস্‌রও পেল কাঙ্ক্ষিত জয়।

বুধবার ঘরের মাঠে আল খালিজকে ২-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করার আশা বাঁচিয়ে রেখেছে আল নাস্‌র।

অধিকাংশ সময় বল দখলে রেখে আল নাস্‌র প্রথম পেনাল্টি পায় ৬৪তম মিনিটে। কিন্তু পোস্টের বাইরের অংশে মেরে হতাশ করেন রোনালদো। এর ১০ মিনিট পরই কলম্বিয়ান ফরোয়ার্ড দুরান স্বাগতিকদের এগিয়ে নেন।

আর যোগ করা সময়ের শেষ মিনিটে আরেকটি স্পট কিক পেয়ে জয় নিশ্চিত করেন রোনালদো।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে পাঁচবারের ব্যালন দ’র জয়ী তারকার মোট গোল হলো ৯৩৫টি।

৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আল নাস্‌র। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে আল কাদিসিয়া। লিগের আর একটি রাউন্ড বাকি।

আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে অবশ্যই তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করতে হবে আল নাস্‌রকে এবং প্রার্থণা করতে হবে, কিংস কাপের ফাইনালে যেন আল ইত্তিহাদের বিপক্ষে হেরে যায় আল কাদিসিয়া।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন