English

24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা

- Advertisements -

২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি হলে বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাঁকে সহযোগিতা করেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।

আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে সেরা চারে থাকায়, তার ১ নম্বর পটে ছিল তারা। পট-২ থেকে জে-গ্রুপে আসে ইউরোপিয়ান কনফেডারশনের অস্ট্রিয়া। পট-৪ থেকে এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব উতরে আসা জর্ডান।

আজ ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধি ছিলেন কোচ লিওনেল স্কালোনি। পোডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ট্রফিও রেখেছেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে নতুন চ্যালেঞ্জ স্কালোনির সামনে।

তার আগে স্বাগতিকদের গ্রুপ বিন্যাস আগে থেকেই নিশ্চিত ছিল। ড্র মঞ্চে আনুষ্ঠানিকতা সারলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমে মঞ্চে ডাকলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, তারপর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পট থেকে কানাডা, মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের নাম উঠালেন তিন প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বিশ্বকাপের ড্র হয়েছে। আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, শেষ হবে ১৯ জুলাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fsno
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন