English

27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপ ফাইনালে জয় আর্জেন্টিনারই প্রাপ্য ছিল: এমবাপ্পে দিদিয়ের

- Advertisements -

নাসিম রুমি:  ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল, ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় এক ম্যাচ। ১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াই শেষে আর্জেন্টিনা ও ফ্রান্স ছিল ৩-৩ গোলে সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও সেদিন হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, তবুও শিরোপা উঠেছিল প্রতিপক্ষের হাতে।

প্রায় তিন বছর পর সেই হারের প্রসঙ্গ টেনে আবারও আলোচনায় এমবাপ্পে। স্প্যানিশ অনুষ্ঠান ‘ইউনিভারসো ভালদানো’-তে জর্জ ভালদানোর সঙ্গে এক সাক্ষাৎকারে খোলাখুলি ভাবেই স্বীকার করলেন সেদিনের জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনারই।

২৬ বছর বয়সী এই ফরাসি তারকা বলেন, “ফাইনালে আপনি গোল করার কথা ভাবেন না, আপনি ভাবেন জেতার কথা। ওটা ছিল এক পাগলাটে ম্যাচ।

আর্জেন্টিনা আমাদের চেয়ে ভালো খেলেছিল। তাই ওদের জয়টা প্রাপ্য ছিল। ”

লুসাইল স্টেডিয়ামের সেই ঐতিহাসিক ম্যাচে একাই ফ্রান্সের হয়ে তিনটি গোল করেছিলেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান, পরে অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

কিন্তু শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে নেয় বিশ্বকাপ ট্রফি।

এমবাপ্পে বলেন, “ম্যাচের একটা সময় আমরা ভালো খেলেছি। কিন্তু পুরোটা যদি দেখেন, তাহলে ওদের জয় প্রাপ্যই ছিল। এটা কষ্টদায়ক। তবে ভুলে গেলে চলবে না, সামনে ২০২৬ বিশ্বকাপ।

এবার আমরা চাই, সেই কষ্টের একটা জবাব দিতে। ”

সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রা, আদর্শ ও জীবনদর্শন নিয়েও খোলামেলা কথা বলেন এমবাপ্পে। তবে ২০২২ সালের সেই রাতের স্মৃতি এখনও তাড়া করে ফেরে তাঁকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q72q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন