English

31.2 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

ভ্যান গালের সামনে মেসির এমন উদযাপনের কারণ কী?

- Advertisements -

স্বপ্ন ছুঁতে আরো এক ধাপ এগিয়ে গেলো আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে লিওনেল মেসিরা। পেনাল্টি শুট-আউট পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করে নেদারল্যান্ডস কোচ লুই ভ্যান গালের সামনে এসে বিশেষ ভঙ্গিমায় গোল উদযাপন করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির ডিফেন্স চেড়া পাস ডি-বক্সে পেয়ে দুর্দান্ত শটে গোল করেন রাইট-ব্যাক নাহুয়েল মলিনা। ৭৩তম মিনিটে ডাচদের ডি-বক্সে মার্কাস আকুনা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোল করে ডাগআউটের সামনে আসেন তিনি। নেদারল্যান্ডস কোচ লুই ভ্যান গালের দিকে তাকিয়ে দুই কানের উপর দুই হাত দিয়ে অল্প লাফিয়ে স্থির হয়ে দাঁড়ান মেসি। বিশেষ ধরনের এই সেলিব্রেশন সাবেক আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকুয়েলমের।

রিকুয়েলমের সঙ্গে লুই ভ্যান গালের সম্পর্ক কী? ভ্যান গাল যখন বার্সেলোনার কোচ, তখন হুয়ান রোমান রিকুয়েলমে ব্লাউগ্রানাদের সদস্য।

আর্জেন্টাইন গণমাধ্যম ‘এলকমার্শিও’র প্রতিবেদনে বলা হয়, ফর্মে থাকলেও মিডফিল্ডার রিকুয়েলমেকে বেঞ্চেই বসিয়ে রাখতেন ভ্যান গাল। ২০০২-০৫ সাল পর্যন্ত তিন বছরে বার্সেলোনার হয়ে মাত্র ৭৫টি ম্যাচ খেলার সুযোগ হয় রিকুয়েলমের। সাবেক সতীর্থের সিগনেচার সেলিব্রেশন দিয়ে মেসি সেসবের জবাব দিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jbqr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন