English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪
- Advertisement -

মার্সেইয়ে খেলতে যাওয়া লিওঁর বাসে হামলা, রক্তাক্ত কোচ

- Advertisements -

ফরাসি লিগ ওয়ানে গতকাল মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ ছিল লিওঁর। কিন্ত মাঠে যাওয়ার আগেই হুট করে তাদের বাসে শুরু হয় আক্রমণ।

পাথর, বিয়ারের বোতল নিক্ষেপ হওয়ার একপর্যায়ে ‘মারাত্মক আহত’ হন লিওঁ কোচ ফাবিও গ্রোসো।
Advertisements

পরবর্তীতে ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু মার্সেই সমর্থকদের এমন আচরণে ভালো কিছুর আভাস দিচ্ছে না। এমতাবস্থায় কোচের এমন রক্তাক্ত হওয়ার পরেও যদি হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে বলে সতর্ক করেছে লিওঁ। যদিও অপ্রত্যাশিত ঘটনার নিন্দা জানিয়েছে মার্সেই।

Advertisements

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কিছু ফটো ও ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় স্ট্রেচারে শুয়ে আছেন রক্তাক্ত লিওঁ কোচ গ্রোসো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার সময় কোচ ও তার সহকারী সরাসরি ‘আঘাত’ পেয়েছেন। কোচের মুখে আঘাত লাগার কথা নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি।

মার্সেইয়ে এসব ঘটনা অবশ্য নতুন নয়। এই ক্লাবটির সমর্থকরা এমন ঘটনা আগেও ঘটিয়েছে। ম্যাচের আগে যে লিওঁর বাসে হামলা করা হবে এমন আশঙ্কার কথাও এক প্রতিবেদনে জানিয়েছে রয়টর্স। এবার সেটিই সত্য হলো। বিষয়টি নিয়ে অফিসিয়াল বিবৃতিতে লিওঁ জানিয়েছে, ‘এটা দুঃখের যে, প্রতিবছর মার্সেইয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। ’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন