English

17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
- Advertisement -

মেসিকে নিয়ে যে তিনটি খবরকে মিথ্যা বললেন তাঁর বাবা

- Advertisements -

নাসিম রুমি: তারকাদের নিয়ে গুজব খুব নতুন কোনো ঘটনা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে গুজব অনেক সময় সত্যি ঘটনার চেয়েও বেশ প্রভাব তৈরি করে। খেলার জগতের তারকাদের নিয়েও প্রতিনিয়ত শোনা যায় নানা ধরনের গুজব। আর সে খেলোয়াড়টি যদি হন লিওনেল মেসির মতো কেউ হন তবে তো কথাই নেই।

নানা সময় মেসিকে ঘিরে চাউর হয় বিভিন্ন গুঞ্জন। গত কিছুদিন ধরেও তাঁকে নিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের খবর। যার সবটা যে সত্য নয়, তা বলাই বাহুল্য। মেসিকে ঘিরে তৈরি হওয়া গুজব নিয়ে এবার মুখ খুলেছেন তাঁর বাবা হোর্হে মেসি।

মেসি সম্পর্কিত অন্তত তিনটি খবরকে গুজব বলে মন্তব্য করেছেন হোর্হে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না হওয়ায় মেসিকে ঘিরে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। কখনো শোনা যায় মেসি সৌদি আরবে যাচ্ছেন, আবার কখনো শোনা যায় তাঁকে নেওয়ার জন্য টাকার বস্তা হাতে অপেক্ষা করছে এলএ গ্যালাক্সি। পাশাপাশি মেসির বার্সেলোনা কিংবা নিউ ওয়েল’স ওল্ড বয়েজে ফেরার খবরও প্রচার করেছে অনেকে।

তিনটি খবরকে হোর্হে মেসি মিথ্যা বলে দাবি করেছেন সেগুলো হলো, গালতিয়েরের সঙ্গে সমস্যার কারণে মঙ্গলবার মেসির আগে অনুশীলন ছেড়ে চলে যাওয়া। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য মেসির দেওয়া শর্ত পিএসজির না মানা এবং অন্যটি হলো আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছেন মেসি। এই তিনটি গুজব সত্য নয়।

গালতিয়ের অবশ্য যতই বলুক, মেলতে থাকা গুজবের ডালপালা খুব সহজে হয়তো থামবে না। সম্প্রতি হোর্হেকে নিয়েও যে গুজব শোনা গেছে। বিশেষ করে হোর্হের সৌদি আরবে যাওয়ার সঙ্গে মেসির সৌদি ক্লাবের সংযোগ খুঁজতে চেয়েছেন অনেকে। সামনে হয়তো এমন গুঞ্জন আরও শোনা যাবে। অন্তত মেসির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো খবর আসা পর্যন্ত তো বটেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন