English

27.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

রোনালদো-মেসির বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আনলেন নারী মডেল

- Advertisements -

২০১৭ সাল থেকে স্প্যানিশ মডেল এবং ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে প্রেম করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই তারকা যুগলের চার সন্তান রয়েছে। এদিকে ফুটবল বিশ্বের আরেক সম্রাট লিওনেল মেসির স্ত্রীর নাম অ্যান্তোনিল্লো রোকুজ্জু। তাদের ঘরে রয়েছে তিন ছেলে। তবে মেসি  ও রোনালদো নাকি প্রিয় সঙ্গিনীদের ফাঁকি দিয়ে পরনারীর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। এমন অভিযোগ তুলেছেন চিলিয়ান মডেল ড্যানিয়েলা চ্যাভেজ।

প্রেমিকা জর্জিনাকে ফাঁকি দিয়ে কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো? ড্যানিয়েলা চ্যাভেজের ভাষ্য, সেই নারী তিনি নিজেই। এমনকি রোনালদোর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও প্রমাণের কথাও জানিয়েছেন তিনি। এছাড়া মেসির পরকীয়ার অভিযোগ আনেন ড্যানিয়েলা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে ড্যানিয়েলা চ্যাভেজ লিখেছেন, ‘যদি নিজের সঙ্গীর বাইরে অন্য কারোর সঙ্গে যৌন সম্পর্ক হয়, যিনি কোনো প্রত্যাশা না রেখে সম্পর্কে জড়ান, তাহলে কি সেটিকে প্রতারণা বলে? তাই যদি হয়, আমি আর রোনালদো কি প্রতারক? আমার মনে হয় না। এটা শুধুমাত্র একটা যৌন সম্পর্ক।

স্বাধীন যৌনাচার এটি।’
ড্যানিয়েলা চ্যাভেজ লিখেছেন, ‘আমি একটুও বাড়িয়ে বলছি না। আমার কথা প্রমাণ করার মতো ভিডিও আমার কাছে আছে। কিন্তু সেই ভিডিও আমি কাউকে দেখাব না। কারণ প্রত্যেকের জীবনেই গোপনীয়তা থাকে। তাছাড়া এই ভিডিও ধারণের সময় আমরা দু’জনই নগ্ন ছিলাম।’

 

মেসির নাম সরাসরি বলেননি ড্যানিয়েলা। তবে আর্জেন্টাইন ১০ নম্বর উল্লেখ করেছেন তিনি। ২০০৯ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ১০ নম্বর জার্সি পড়েন মেসি। ড্যানিয়েলা লিখেছেন, ‘আমি এমন একজন মহিলাকে চিনি, যার সঙ্গে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিধারীর প্রেমের সম্পর্ক ছিল। তাতে কি কোনো সমস্যা হয়েছে?’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2flc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন