English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

- Advertisements -

ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার ভোরে ঘরের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শুক্রবারই প্রথম খেলতে নামে মেসিবাহিনী। ম্যাচের ১৪ তম মিনিটেই লিয়ান্দ্রো প্যারেদেশের বাড়ানো পাসে গোল করেন মেসি। বিরতির আগে আর কোনো গোল হয়নি।

বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৪তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এই গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ম্যাচের গোলসংখ্যায় ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান মেসি। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ব্রাজিলের হয়ে পেলে মোট ৭৭টি গোল করেছিলেন। মেসির বর্তমান গোলসংখ্যা ৭৯টি। ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন জাদুকরই। শুক্রবারের জয়ের ফলে বাছাই পর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/epv1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন