ইতালিয়ান সিরি’আর শিরোপা এবার ঘরে তুললো এসি মিলান। দীর্ঘ ১১ বছর পর এই শিরোপা পুনরুদ্ধার করলো দলটি।
লিগের শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো তারা। তবে ড্র নয়, জয় দিয়েই মৌসুম শেষ করলো সান সিরোর দলটি।
রোববার (২১ মে) রাতে সাসুউলোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। ম্যাচটিতে জোড়া গোল করে ওলিভার জিরুদ। বাকি গোলটি আসে ফ্রাঁক কেসিয়ের পা থেকে। তিনটি গোলেই অ্যাসিস্ট করেন রাফায়েল লেয়াও।
প্রতিপক্ষের মাঠে ১৭তম ও ৩২তম মিনিটে জোড়া গোল করে মিলানকে শিরোপার আরও কাছে নিয়ে যান জিরুদ। পাঁচ মিনিট বাদেই কেসিয়ের গোল বড় জয়ের পাশাপাশি মিলানের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে।
এদিকে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে লিগ রানার্সাপ হয়েছে ইন্টার মিলান। গত আসরে জুভেন্টাসের দৌরাত্ব্য থামিয়ে লিগ পুনরুদ্ধার করেছিল ইন্টার। কিন্তু এবার দুই পয়েন্টে পিছিয়ে থেকে লিগ শিরোপা হারিয়েছে তারা।
এ নিয়ে উনিশ বারের মত লিগ শিরোপা জিতল মিলান। লিগে রানার্সাপ হওয়া ইন্টারেরও লিগ শিরোপা ১৯টি। টানা নয়টি লিগ শিরোপা জেতা জুভেন্টাস রেকর্ড ৩৬ বার জিতে সবার উপরে অবস্থান করছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/slju