পিএসজির সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন মার্কো ভেরাত্তি। নতুন চুক্তি অনুযায়ী ক্লাবটিতে ২০২৬ সাল পর্যন্ত খেলবেন ইতালিয়ান এই মিডফিল্ডার।
বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ৩০ বছর বয়সী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করে।
২০১২ সালে ইতালির দ্বিতীয় সারির ক্লাব পেসকারা থেকে পিএসজিতে যোগ দেন ওই সময়ের ২০ বছর বয়সী ভেরাত্তি। পিএসজির জার্সিতে প্রায় ৪০০ ম্যাচ খেলেছেন ভেরাত্তি।
নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি ভেরাত্তি। তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি গর্বিত অনুভব করছি। আমি এখানে শুরু থেকেই ক্লাব ও সমর্থকদের অনেক সমর্থন পেয়েছি এবং এজন্য আমি কৃতজ্ঞ। এই ক্লাবে আমার গল্পটা যে আরও দীর্ঘ হবে, বিষয়টা আমার কাছে আগে থেকেই পরিষ্কার ছিল।’