English

37 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

আর্জেন্টিনা দলে পুরোপুরি বদলে যান লিওনেল মেসি

- Advertisements -

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লেখানোর পর থেকে ঠিক ছন্দে দেখা যাচ্ছে না সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। প্রায় ম্যাচেই কেমন মনমরা মনে হয় এ আর্জেন্টাইন তারকাকে।

সবশেষ রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তো একপ্রকার নতুন অভিজ্ঞতাই হয়েছে মেসির। পিএসজির ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছে সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে।

Advertisements

তবে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক ফুটবলার রবার্তো আয়ালা মেসির বর্তমান অবস্থা নিয়ে মোটেও চিন্তিত নন। কারণ তার মতে, জাতীয় দলে ফিরলেই পুরোপুরি বদলে যান মেসি।

পিএসজির মাঠে মেসির দুয়ো শোনার কারণ মূলত চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হার। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-৩ গোলে হেরে কোয়ার্টারের আগেই বিদায় নিয়েছে পিএসজি। এটি নিয়ে চিন্তিত নন আয়ালা।

তিনি বলেছেন, ‘আমাদের জন্য পিএসজির হার কোনো সমস্যা নয়। আমরা মেসিকে খুব ভালোভাবেই দেখি। যখন জাতীয় দলের খেলা আসে, তখন সে পুরোপুরি ভিন্ন একজন খেলোয়াড়। পুরো দল তাকে ঘিরে রাখে। সে নিজেও দলের অংশ হিসেবে থাকতে চায়।’

আয়ালা আরও যোগ করেন, ‘অনেকের জন্যই মেসি একজন আদর্শ এবং সে তাদের হয়েই খেলে। সে চায় তাকে যেনো দলের অন্যদের মতোই বিবেচনা করা হয়। এখানে সবকিছু ভালো চলছে। সে ভালো আছে এবং উপভোগ করছে।’

Advertisements

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নেতার মতো কাজ করেন মেসি- এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি তাকে (মেসি) একজন নেতা হিসেবে দেখি। যে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অনেক ছোট ছোট কাজ করে। যা আমাদের জন্য বড় পাওয়া।’

এসময় আর্জেন্টিনা দল নিয়ে আয়ালা বলেন, ‘দারুণ একটি দল তৈরি হয়েছে। সবাই খেলা উপভোগ করছে। আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই অনুশীলনগুলো হচ্ছে। আমাদের কাজ সহজ হয় কারণ তারা (খেলোয়াড়রা) এটি সহজ করে দেয়। তাদের মধ্যে কোনো বড় মুখ নেই।’

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এখনও বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অন্য ম্যাচটি হবে ব্রাজিলের বিপক্ষে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন