English

23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
- Advertisement -

ইচ্ছা করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: আসিফ

- Advertisements -

ফুটবল নিয়ে ইচ্ছা করেই স্লেজিং করেছিলাম। ভেবেছিলাম এটা নিয়ে ফুটবলারদের মধ্যে কঠোর প্রতিবাদ হবে; কিন্তু উলটোটা ঘটেছে। অফিসিয়ালি প্রতিবাদ হয়েছে। আমিও এ বিষয়ে ক্ষমা চেয়েছি। ক্রিকেটার হিসেবে ফুটবল নিয়ে স্লেজিং করেছিলাম মাত্র। অন্য কোনো উদ্দেশ্য থেকে নয় বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার বিকালে রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ আকবর বলেন, বিসিবির সভাপতির লক্ষ্য হলো ক্রিকেট শুধু ঢাকায় নয়, সারা দেশে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম পরিদর্শন ও ক্রিকেটের কী অবস্থা সেই বিষয়গুলোর খোঁজখবর নিচ্ছি। আগামী দিনে যাতে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং খেলায় মনোনিবেশ করতে পারে এজন্য বয়সভিত্তিক খেলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে একাডেমিতে চিন্তা করা হচ্ছে। এ সময় তিনি নারীদের স্বতন্ত্র বিকেএসপির কথাও বলেন।

তিনি বলেন, আমি এখন স্টেজে গান করি কম। ব্যস্ততাকে সামনে আনতে চাই না। আমার ধ্যান জ্ঞান এখন ক্রিকেট এবং বাচ্চাদের ক্রিকেট। বাচ্চাদের কিভাবে মাঠে নিয়ে আসা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

বিসিবির পরিচালক আরও বলেন, বোলিং মেশিন, নারীদের ড্রেসিংরুম, অনুশীলন মাঠসহ রংপুরের সমস্যার কথা শুনলাম। অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আর ৪ মাস ক্ষমতায় আছে। তাই বেশি বাজেটের কাজ করা সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে। যেগুলো সমাধান করা যায়, সেগুলো ঢাকায় গিয়েই সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। তবে সর্বোপরি নির্বাচিত সরকার এলে অনেক কিছুই করা সম্ভব হবে।

রংপুরের মানুষ আর কথা শুনতে চায় না, বাস্তবায়ন দেখতে চায়- এই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, হাংকি পাংকি নয়। আমি কোনো পলিটিশিয়ানের মতো কথা বলতে চাই না। আমি যা বলি তাই করার চেষ্টা করি। তাছাড়া ফাইল জটিলতা ও আমলা জটিলতা বুঝি না। আমি ফাইলের কাজ নিজেই করতে পছন্দ করি। প্রতিটি অঞ্চলের জন্য বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে খেলাধুলার জন্য একটি ইয়ার ক্যালেন্ডার করার পরিকল্পনা চলছে। তাহলে কোন খেলায় কত বাজেট এবং কখন হবে, সেগুলো ওপেন থাকবে।

ইনজুর খেলোয়াড়দের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, রংপুরে বিসিবির আঞ্চলিক অফিস হচ্ছে। এখন থেকে ইনজুর খেলোয়াড়দের তথ্য পেলে আমরা তার চিকিৎসার দায়িত্ব নিতে পারব। তবে খেলোয়াড়দের ইনজুরের বিষয়টি বিসিবিকে জানাতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tgg6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন