ইন্টার মিলান থেকে ৬০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তারপর থেকেই পিএসজির প্রথম পছন্দের রাইট ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে পিএসজির সর্বশেষ ম্যাচে এই তারকা লাল কার্ড দেখেছিলেন।
মার্শেইয়ের বিপক্ষে সেই ম্যাচের ৫৭তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ট্যাকল করে লাল কার্ড দেখেন হাকিমি। এই লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন এই রাইটব্যাক। ফলে আগামী ম্যাচে লিলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
লিগ ওয়ান কতৃপক্ষ বুধবার হাকিমিকে এই নিষেধাজ্ঞা দিয়েছে। পিএসজি মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে মাঠে নেমেও সেদিন মার্শেইয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি। ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্য অবস্থায়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0q5b
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন