English

26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

এমবাপ্পেকে আবারও পিএসজিতে রাখার চেষ্টায় ম্যাক্রোঁ

- Advertisements -

গুঞ্জনই সত্যি হলো অবশেষে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই পিএসজি ছাড়বেন তিনি। এদিকে ক্লাব কর্তৃপক্ষ তাকে গ্রীষ্মকালীন দলবদলেই বিক্রি করে দিতে চায়। এমন পরিস্থিতে আবারও ঘটনার দৃশ্যপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত বছর যখন এমবাপ্পে রিয়ালে যাওয়াটা অনেকটা নিশ্চিত, তখনও ম্যাক্রোঁ তাকে পিএসজিতে থাকার জন্য অনুরোধ করেছিলেন। এবারও পরিস্থিতি এমনই। ফ্রান্সের সরকারপ্রধান বলেছেন, এমবাপ্পেকে তিনি প্যারিসে ধরে রাখার চেষ্টা করবেন।

গত বছর ‘স্বপ্নের ক্লাব’ রিয়াল মাদ্রিদে যাওয়া থেকে পিছিয়ে আসার পর পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন এমবাপ্পে। চুক্তিতে ছিল দুই বছরের সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানো যাবে। যা ক্লাব কর্তৃপক্ষকে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে জানাতে হবে। কয়েক দিন আগে এমবাপ্পে ক্লাব কর্তৃপক্ষকে চিঠি লিখে জানান, সুযোগ থাকলেও বাড়তি এক বছর তিনি পিএসজিতে থাকবেন না। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফরাসি ফরোয়ার্ড নিজেই তা নিশ্চিত করেন। তার চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা আগে থেকেই জানত পিএসজি, এমনটাই জানান এমবাপ্পে। আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি। গত মৌসুমে নানা নাটকীয়তার পর এমবাপ্পের সঙ্গে বাড়তি দুই মৌসুমের চুক্তি করে পিএসজি। সে অনুযায়ী ক্লাবটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকার কথা তার।

এমবাপ্পে তার বিবৃতিতে বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমি কখনোই পিএসজির সঙ্গে আলোচনা করিনি। ২০২২ সালের ১৫ জুলাই থেকেই বোর্ড আমার সিদ্ধান্তের কথা জানত যে, ২০২৪ সালের পর আমি নতুন চুক্তি করব না। চিঠি পাঠানো হয়েছে কেবল আমি তাদের ইতোমধ্যে যা বলেছিলাম সেটা নিশ্চিত করার জন্য।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর মতে, এমবাপ্পের মতো তারকাকে ফ্রিতে ছেড়ে দিতে নারাজ পিএসজি। তাই দলবদলের এই মৌসুমেই তাকে চড়া দামে বিক্রি করে দিতে চায় তারা। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y2ks
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন