মরুর বুকে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। আজ রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ।
তবে এদিনের অন্যতম বড় আকর্ষণ হলো বিশ্বকাপের জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান।
বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে তিনটি চ্যানেলে। সেগুলো হলো বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভি। রাত ৮টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। যদিও বিশ্বের বেশ কিছু বড় বড় শিল্পী কাতারে মানবাধিকার লংঘনের প্রতিবাদে এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এরপরও জমজমাট উদ্বোধনের অপেক্ষায় বিশ্ব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jxrl