হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোলের ওপর ভর করে বায়ার্ন মিউনিখ তাদের নতুন মৌসুমের টানা জয়ের ধারা বজায় রেখেছে। ডিএফবি-পোকাল এর দ্বিতীয় রাউন্ডে কোলনকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল।
এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড ছিল বায়ার্নের। তবে রাইনএনার্জি স্টেডিয়ামে ম্যাচের ৩১তম মিনিটে গোল খেয়ে চাপে পড়ে তারা। কর্নার থেকে রাগনার আচের হেডে এগিয়ে যায় কোলন — যা ছিল চলতি মৌসুমে বায়ার্নের বিপক্ষে প্রথমবার পিছিয়ে পড়া।
তবে খুব বেশি সময় নেয়নি অতিথিরা। মাত্র পাঁচ মিনিট পরই সমতা ফেরান লুইস দিয়াজ। জোসিপ স্টানিসিচের নিচু শট গোলরক্ষক রন-রবার্ট জিলার ঠেকালেও রিবাউন্ডে বল জালে পাঠান প্রাক্তন লিভারপুল তারকা।
এরপরই ম্যাচ ঘুরে যায় বায়ার্নের পক্ষে। ৩৮তম মিনিটে মাইকেল ওলিসের পাসে বল পেয়ে ক্যান দারুণভাবে ঘুরে গিয়ে বাম পায়ে নিখুঁত শটে বল পাঠান দূরের কোণে — ২-১!
বিরতির পরেও বায়ার্ন আধিপত্য বজায় রাখে। ৫২তম মিনিটে ক্যানের দারুণ থ্রু পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তা নষ্ট করেন দিয়াজ — একেবারে গোলরক্ষকের সামনে থেকেও বল উড়িয়ে মারেন তিনি।
এরপর ৬৪তম মিনিটে কর্নার থেকে ক্যানের জোরালো হেডের গোল বায়ার্নকে আরও স্বস্তি এনে দেয়। মৌসুমে এটি তার ২২তম গোল, যা তার বায়ার্ন ক্যারিয়ারের দুর্দান্ত সূচনার প্রতিফলন।
৭২তম মিনিটে ওলিসে নিজেই শুরু করা এক আক্রমণ শেষ করেন গোল দিয়ে। বাঁ দিক থেকে শুরু করে বল বাড়ান আলেকসান্দার পাভলোভিচের কাছে, যিনি ওয়ান-টাচে দিয়াজকে দেন; দিয়াজের পাস থেকে ওলিসের শটে জাল কাঁপে তৃতীয়বারের মতো।
শেষ বাঁশি বাজতেই স্কোরলাইন দাঁড়ায় বায়ার্ন ৪-১ কোলন, আর ১৪ ম্যাচে ১৪ জয় নিয়ে দুরন্ত ফর্মে থাকে কোম্পানির দল।
