English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

কেমন হবে ব্রাজিলের একাদশ?

- Advertisements -

জয় দিয়ে হেক্সা মিশন শুরু করা ব্রাজিলের সামনে আজ (সোমবার) সুইজারল্যান্ড। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচটি। এই ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ?

ব্রাজিল শিবিরে হানা দিয়েছে ইনজুরি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়েই গোড়ালির চোটে গ্রুপপর্ব থেকে ছিটকে গেছেন দলটির সেরা তারকা নেইমার। একই ইনজুরিতে গ্রুপপর্ব শেষ রাইট-ব্যাক দানিলোর।

ফলে বাধ্য হয়েই কোচ তিতের বেশ কয়েকটি পরিবর্তন আনতে হবে মূল দলে। একাদশে ঢুকতে পারেন মিডফিল্ডার ফ্রেড। দানিলোর জায়গায় দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল ডিফেন্ডার এদের মিলিতাওকে।

নেইমার নেই। আক্রমণভাগে যথারীতি ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে থাকছেন রাফিনহা আর প্রথম ম্যাচে আলো ছড়ানো রিচার্লিসন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১)
অ্যালিসন বেকার (গোলরক্ষক), এদের মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহস, অ্যালেক্স সান্দ্রো, কাসিমিরো, ফ্রেড, পাকোয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

সুইজারল্যান্ড একাদশ (৪-২-৩-১)
ইয়ান সমার (গোলরক্ষক), উইদমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, শাকিরি, শো, ভারগাস, এমবোলু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eps2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন