৩০ বছর বয়সী মার্টিনেজ ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন। এরপরই যেন তার কপাল খুলে যায়। ২০২১ কোপা আমেরিকা জয়ে দারুণ ভূমিকা রাখার পর কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন। এবার ইউরোপিয়ান মিডিয়া দাবি করছে, মার্টিনেজকে পেতে বেশকিছু ক্লাব নাকি ইতোমধ্যে মাঠে নেমেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম তো ইতোমধ্যেই মার্টিনেজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু মার্টিনেজ কী চান?
ব্রিটিশ পত্রিকা ‘দ্য মিরর’কে আর্জেন্টিনার ‘বাজপাখি’ বলেন, ‘এই ক্লাবে যোগ দেওয়ার পর আমার ক্যারিয়ার–চূড়া ছুঁয়েছে। আমি সব সময়ই বলে এসেছি, এই ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ এবং এখানে থাকতে ভালোবাসি। এই ক্লাবে আমার পরিবারও সুখী।
আমার ছেলেটা ফুটবল বলতে অজ্ঞান। সে এখানকার একাডেমিতে অনূর্ধ্ব-৬ দলে খেলে। এখানে আমরা যে সময় কাটাচ্ছি, তা নিয়ে খুশি। আশা করি, এখানে আরও অনেক বছর থাকতে পারব।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gvzp