English

33.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫
- Advertisement -

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই ফ্লিক-ইয়ামাল-রাফিনিয়াকে উয়েফার শাস্তি

- Advertisements -

চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুম শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি থাকলেও, শুরুতে বার্সেলোনার জন্য দুঃসংবাদ এসেছে। উয়েফার শাস্তি পেয়েছেন দলের প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এবং দুই তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।

উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানায়, গত মৌসুমে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ফ্লিক সাধারণ আচরণবিধি ও শালীনতার নীতিমালা ভঙ্গ করেন। এজন্য তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই শাস্তির কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রথম ম্যাচে ডাগআউটে থাকা যাবে না ফ্লিকের। একই নিষেধাজ্ঞায় রয়েছেন সহকারী কোচ মারকুস সোর্গও।

সেই ম্যাচে ফ্লিক ও তার কোচিং স্টাফরা রেফারি শিমন মার্সিনিয়াকের বেশ কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। পরাজয়ের পর ফ্লিক সরাসরি রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ সম্মেলনে কঠোর সমালোচনা করেন।

অন্যদিকে, ম্যাচ শেষে ‘ডোপিং কন্ট্রোল পোস্টে’ না যাওয়ার কারণে শাস্তি পেয়েছেন ইয়ামাল ও রাফিনিয়া। তবে তাদের বিরুদ্ধে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা নেই, বরং পাঁচ হাজার ইউরো করে জরিমানা গুনতে হবে।

সান সিরোতে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮৭ মিনিটে রাফিনিয়ার গোল বার্সার ফাইনালে যাওয়ার আশা জাগিয়েছিল, কিন্তু যোগ করা সময়ে ইন্টার মিলানের ফ্রান্সেসকো আকেরবি সমতা ফিরিয়ে দেন। অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাত্তেসির গোলের ফলে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যায়।

মৌসুম শেষে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে ঘরোয়া ট্রেবল নিশ্চিত করলেও ইউরোপিয়ান শিরোপাটা অধরা থেকেই গেছে বার্সেলোনার।

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচ ও হোয়ান গাম্পার ট্রফিতে ইতালির কোমোকে ৫-০ গোলে হারিয়েছে বার্সা। জোড়া গোল করেছেন ফেরমিন লোপেজ, আর একটি গোল পেয়েছে ইয়ামাল ও রাফিনিয়া থেকে।

বার্সেলোনা ১৬ আগস্ট শনিবার রাত সাড়ে ১১টায় মায়োর্কার বিরুদ্ধে লা লিগার নতুন মৌসুম শুরু করবে। চ্যাম্পিয়নস লিগ শুরু হবে ১৬ সেপ্টেম্বর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dtya
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন