English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

জুয়াড়িদের সতর্ক করলেন নেইমার

- Advertisements -

নাসিম রুমি: ফুটবলের বাহিরে ভালো পোকার খেলেন নেইমার জুনিয়র। অনেকে মনে করেন, তার পোকার খেলার দক্ষতা পেশাদারদের পর্যায়ের। ফুটবল ছাড়লে ব্রাজিলিয়ান তারকা পোকার খেলায় মনোনিবেশ করবেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

এবার অনলাইন জুয়া নিয়ে পিএসজির তারকা নেইমার সতর্কবার্তা দিয়েছেন। বিজ্ঞাপন বার্তায়, ১ মিলিয়ন ইউরো বা প্রায় ১১৫ কোটি টাকা হেরে কান্নার অভিনয় করে ভক্তদের সতর্ক করেছেন তিনি।

তবে ওই ভিডিও’র প্রেক্ষিতে, নেইমার জুয়া খেলে অর্থ হেরেছেন এমন গুজবও তৈরি হয়
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবে, মাদ্রিদের আরএমসি নিশ্চিত করেছে, জুয়া খেলে নেইমার কোন টাকা হারেননি।

আসলে ওটা ছিল একটি ইতিবাচক প্রচারণা। জুয়ায় অর্থ ঢাললে অনলাইন প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে ওই ভিডিওতে।

নেইমার জুনিয়রের বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে ব্যক্তিগত চুক্তি আছে। ব্লেজ তেমনই একটি। সব মিলিয়ে ব্লেজ তার ২৬ নম্বর ব্যক্তিগত স্পন্সর। এটি একটি অনলাইন গেমিং প্রতিষ্ঠান। ফ্রান্সে অনলাইন ক্যাসিসো নিষিদ্ধ, অনলাইনে জুয়া খেললে হ্যাকিংয়ের শিকার হয়ে নিঃস্ব হওয়ার সম্ভাবনা আছে; এই বিষয়ে বার্তা দিতে নেইমার- ‘মিলিয়নার থেকে শূন্য হাত’ হওয়ার অভিনয় করেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন