English

31 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

তিন মিনিটে হ্যাটট্রিক

- Advertisements -

ইতিহাস গড়লেন নাইজেরিয়ার ২০ বছর বয়সী ফুটবলার গিফট ওরবান। সুপার ইগলসদের ভবিষ্যৎ তারকা বেলজিয়ান ক্লাব কেএএ জেন্টের হয়ে তিন মিনিটে করেছেন বিস্ময় জাগানো এক হ্যাটট্রিক।

ওরবানের এই হ্যাটট্রিকে ভর করে ইউরোপা কনফারেন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে জেন্ট। এতে করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্লাবটি।

দলের হয়ে এর আগের ম্যাচে একাই ৪ গোল করেছিলেন ওরবান। অর্থাৎ সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ দুই ম্যাচে সাত গোল এলো তার থেকে।

তিন মিনিটে হ্যাটট্রিক করে ইউরোপিয়ান ফুটবলে যৌথভাবে রেকর্ড গড়েছেন ওরবান। ২০০০ সালের আগস্টে সেল্টিকের মার্ক বুরচিল উয়েফা কাপে স্কটিশ জায়ান্ট জুয়েনেস এসচের বিপক্ষে প্রথমবার তিন মিনিটে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন।

তবে উয়েফার রেকর্ডে দেখা যাচ্ছে, ওরবানের তিন মিনিট ২৫ সেকেন্ডের হ্যাটট্রিকটি মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় দ্রুততম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন