English

28.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

দেখে নিন শেষ ষোলোয় কে কার মুখোমুখি

- Advertisements -

চমক আর অঘটনে ভরা কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে গতকাল। ৩২টি দল থেকে নকআউটের লড়াইয়ে আজ থেকে মাঠে নামবে ১৬টি যোগ্য দল।

‘ডি’ গ্রুপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সই সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে। তাতে ২০০৬ সালের পর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এড়াতে পেরেছে ডিফেন্ডিং কোনও চ্যাম্পিয়ন। অপ্রত্যাশিতভাবে জার্মানি অবশ্য টানা দ্বিতীয়বার গ্রুপ পর্বেই ছিটকে গেছে। ব্রাজিল সর্বশেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গেলেও আগের দুই ম্যাচ জিতে গ্রুপ জয়ী হিসেবে নকআউটে নাম লিখিয়েছে।

সবার আগে দেখে নেওয়া যাক গ্রুপ সেরা ও গ্রুপ রানার আপ কারা-

গ্রুপগ্রুপ সেরা দলগ্রুপ রানার আপ
নেদারল্যান্ডসসেনেগাল
বিইংল্যান্ডযুক্তরাষ্ট্র
সিআর্জেন্টিনাপোল্যান্ড
ডিফ্রান্সঅস্ট্রেলিয়া
জাপানস্পেন
এফমরক্কোক্রোয়েশিয়া
জিব্রাজিলসুইজারল্যান্ড
এইচপর্তুগালদক্ষিণ কোরিয়া

শেষ ষোলোর লাইন আপ-

ম্যাচ: গ্রুপ ‘এ’ সেরা নেদারল্যান্ডস বনাম গ্রুপ ‘বি’ রানার আপ যুক্তরাষ্ট্র

ম্যাচ: গ্রুপ ‘সি’ সেরা আর্জেন্টিনা বনাম গ্রুপ ‘ডি’ রানার আপ অস্ট্রেলিয়া

ম্যাচ: গ্রুপ ‘ই’ সেরা জাপান বনাম গ্রুপ ‘এফ’ রানার আপ ক্রোয়েশিয়া

ম্যাচ: গ্রুপ ‘জি’ সেরা ব্রাজিল বনাম গ্রুপ ‘এইচ’ রানার আপ দক্ষিণ কোরিয়া

ম্যাচ: গ্রুপ ‘বি’ সেরা ইংল্যান্ড বনাম গ্রুপ ‘এ’ রানার আপ সেনেগাল

ম্যাচ: গ্রুপ ‘ডি’ সেরা ফ্রান্স বনাম গ্রুপ ‘সি’ রানার আপ পোল্যান্ড

ম্যাচ: গ্রুপ ‘এফ’ সেরা মরক্কো বনাম গ্রুপ ‘ই’ রানার আপ স্পেন

ম্যাচ: গ্রুপ ‘এইচ’ সেরা পর্তুগাল বনাম গ্রুপ ‘জি’ রানার আপ সুইজারল্যান্ড

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2qya
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন