কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে নাইজেরিয়া ফ্লাইং ইগলস। ‘এফ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে পয়েন্ট টেবিলের তিনে থেকে শেষ করেছে দলটি।
আসরের ছয়টি গ্রুপের তিন নম্বরে থাকা সেরা চারটি দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটল নাইজেরিয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
গ্রপ ‘ডি’ থেকে তিনটি ম্যাচের সব’কটি জিতে গ্রুপসেরা হয়ে আগেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে আর্জেন্টিনা যুবা দল। প্রথমে কিউবার বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়নরা। এরপর গ্রপপর্বের শেষ ম্যাচে ইতালিকে ১-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।
নরওয়ের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু হয় নাইজেরিয়ার। এরপর সৌদি আরবকে ৪-৩ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। আর আজ কলম্বিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। শুরুতে গোল খেয়ে প্রায় হারতে বসা ম্যাচের ৮৬ মিনিটে ড্যানিয়েল বামেয়ির পেনাল্টি থেকে মূল্যবান এক পয়েন্ট পায় নাইজেরিয়া।