English

29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

পিএসজিবিরোধী পোস্টে নেইমারের লাইক!

- Advertisements -
দুই বন্ধু কি তাহলে একসঙ্গে ঝামেলায় পড়লেন? পিএসজির দুই সুপারস্টার লিওনেল মেসি এবং নেইমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। সম্প্রতি ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসিকে নিষিদ্ধ করেছে পিএসজি। এরপর গতকাল নেইমারের বাড়ির সামনে মিছিল করে পিএসজি সমর্থকরা দাবি করেছেন, ব্রাজিল তারকা যেন প্যারিসের ক্লাব ছেড়ে চলে যান! এতেই কি খেপে গেলেন নেইমার?
Advertisements

ঘটনা হলো, নেইমারের বাড়ির সামনে পিএসজি সমর্থকদের সেই তাণ্ডবের ভিডিও পোস্ট করেছে ‘অফউইক্লিয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম আইডি। তারা ক্যাপশনে লিখেছে, ‘এটাই হচ্ছে বড় দল হওয়া আর বড় দল হয়ে থাকার মধ্যে পার্থক্য। পিএসজির সমর্থকদের মধ্যে এই বড় দলের সমর্থক-সংক্রান্ত ব্যাপারগুলোরই অভাব আছে। বড় দল হিসেবে গড়ে উঠতে ঐতিহ্য তৈরির চেষ্টা জরুরি। বড় দল হিসেবে আচরণটাও ঠিক তেমনই হওয়া উচিত। পিএসজি একটা ছোট দল!’

সমর্থকদের অবাক করে অফউইক্লিয়ারের এই পোস্টে লাইক দিয়েছেন স্বয়ং নেইমার! মুহূর্তেই ছড়িয়ে পড়েছে স্ক্রিনশট। তাহলে কি ইনজুরিতে মাঠের বাইরে থাকা নেইমারও তার ক্লাবের ওপর বিরক্ত হয়ে গেছেন? অবশ্য ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমার কখনোই সমর্থকদের প্রিয়পাত্র ছিলেন না। মাঠে নিয়মিতই তাকে দুয়ো শুনতে হতো, এখনো শুনতে হয়। গত মৌসুমেই ক্লাব ছাড়ার চেষ্টা করেছিলেন নেইমার। কিন্তু সফল হননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v9zl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন