English

25.6 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

পুঁচকে প্যারাগুয়ের কাছে মেসির আর্জেন্টিরার পরাজয়

- Advertisements -

নাসিম রুমি: ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে আর্জেন্টিনার অবস্থান, বিপরিতে দক্ষিণ আমেরকিরা আরেক দেশ প্যারাগুয়ে রয়েছে ৫৫তে। এই পুঁচকে প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে গোলবারের দায়িত্বে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া আক্রমণ ভাগে ছিলেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ ত্রয়ীকে।

তবুও পারল না আর্জেন্টিনা। ম্যাচে এগিয়ে থেকেও লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (১৫ নভেম্বর) আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল। ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে। কিন্তু মাত্র ৮ মিনিটের জন্য। পরের মুহূর্তটি ম্যাজিক! আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে স্বাগতিক প্যারাগুয়ে।

এরপর প্যারাগুয়েএই স্বস্তিকে আনন্দে রুপ দেন ওমর আলদেরেতে। ৪৭ মিনিটে তার হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপ বাছাইয়ের একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারাল প্যারাগুয়ে। গত সেপ্টেম্বরে এই দেল চাকো স্টেডিয়ামেই হেরেছে ব্রাজিল।

সফরকারী আর্জেন্টিনার ম্যাচের ৬৯ মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল । বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দুরপাল্লার পাস পান রদ্রিগো দি পল। ডান প্রান্ত দিয়ে ফাঁকা পেয়ে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন। কিন্তু প্যারাগুয়ে গোলকিপার গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও বল মারেন পোস্টের ওপর দিয়ে।

নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের হেড একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পিছিয়ে পড়ে এমন আরও কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। মেসিকেও দেখা যায়নি তার চেনা রুপে।

এখন ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y9ai
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন