English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

পেনাল্টিটা মানতে পারছেন না আর্জেন্টিনার মিডফিল্ডার

- Advertisements -
টানা ১২ ম্যাচ অজেয় ছিল আর্জেন্টিনা। গতকাল রাতে সেই অজেয় যাত্রা থামিয়েছে কলম্বিয়া। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ২-১ গোলে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে। সঙ্গে প্রতিশোধও নিয়েছে কলম্বিয়া।
কোপা আমেরিকার ফাইনালের হারের প্রতিশোধ। 

কলম্বিয়া জয়সূচক গোলটি পায় পেনাল্টি থেকে। ৫৩ মিনিটে বক্সের ভেতরে কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজকে  নিকোলাস ওতামেন্ডি ফাইল করলে। শুরুতে রেফারি পেনাল্টির বাঁশি না বাজালেও পরে ভিএআরে বাধ্য হন।

পরে পেনাল্টি কিক নিতে এসে বল জালে জড়াতে ভুল করেননি কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ।

তবে পেনাল্টি থেকে রদ্রিগেজের করা গোলটা মানতে পারছেন না আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ৩০ বছর বয়সী খেলোয়াড় বলেছেন,‘আমার মতে, এটা পেনাল্টি ছিল না। নিকো সামনে থেকে আটকানোর চেষ্টা করেছিল।

তবে অদ্ভূত বিষয় হচ্ছে, প্রথমার্ধে জুলিয়ানের ঘটনাটি পরীক্ষা করেনি।’

অবশ্য নিজেদের হারকে অজুহাত হিসেবে সামনে আনতে চান না বলেও জানিয়েছেন পারেদেস। তিনি বলেছেন,‘তুমি হারতে পার, আমরা হেরেছি দুর্দান্ত এক প্রতিপক্ষের কাছে যারা ঘরের সমর্থকদের দারুণ সমর্থন পেয়েছে স্টেডিয়ামে। এটাই স্বাভাবিক যে প্রত্যেকে আমাদের হারাতে চায়, এ নিয়ে সতর্কও আমরা। এখন সামনে আমাদের মনোযোগ দিতে হবে।

এটাকে অবশ্য অজুহাত হিসেবে দেখাচ্ছি না, আমরা এসব করতে অভ্যস্তও নই।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ug5j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন