English

25.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কেমন?

- Advertisements -

পৃথিবীর সবচেয়ে পুরাতন ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকাতে দুই পরিচিত দল ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রায় প্রতি কোপা আমেরিকাতে মুখোমুখি হয়ে থাকে এই দুই দল। কোনোবার গ্রুপ পর্বে কিংবা কখনো নকআউট রাউন্ডে। ২০২৪ কোপা আমেরিকাতে আবারো মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে ও ব্রাজিল। এবার গ্রুপ পর্বেই লড়বে তারা।

প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে এক পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে হেরে প্যারাগুয়ের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে জীবনমরণ লড়াই।

এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের অতীত লড়াই কেমন ছিল। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল প্রথম ম্যাচ খেলে ১৯২১ সালে। সেই কোপা আমেরিকার সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-০ ব্যবধানে।

প্যারাগুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৮৩টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচে এবং হেরেছে ১৩টি ম্যাচে। ড্র হয়েছে ১৯টি ম্যাচ।

সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়ে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়ে সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছিল ২০১৫ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সেবার ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়েছিল তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ih5m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন