আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে এক ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ড গড়ে পেলের নামের পাশে জায়গা করে নেন মেসি।এজন্য নিজের ইনস্টাগ্রাম পেইজে মেসিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন কিংবদন্তি পেলে।
পেলে লিখেছেন, “যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মত অনুভুতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। তোমাকে অভিনন্দন লিওনেল।”
বার্সেলোনায় মেসির সুন্দর ক্যারিয়ারের জন্যও অভিনন্দন জানান পেলে। পেলে লিখেছেন, “আমার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মত এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এর জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানাই।”
১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এরপর বাকিটা তো ইতিহাসই!
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ed70
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন