কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল (ইউএএফ)-এর তরফে এমন আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইউএএফের নির্বাহী কমিটি ইরানের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস এবং ইউক্রেনে রুশ আগ্রাসনে তেহরানের সংশ্লিষ্টতার উল্লেখ করে ফিফার কাছে এ সংক্রান্ত একটি আবেদন জানিয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রুশ ফুটবলে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)-ও সেটি বহাল রাখায় কাতার বিশ্বকাপে খেলার সব আশা আগেই শেষ হয়ে যায় রাশিয়ার। এখন রাশিয়ার মিত্র ইরানের বিষয়েও একই রকমের পদক্ষেপ চায় কিয়েভ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zpjr