English

31.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

বড়দিনে মেসির বিশেষ পার্টিতে অতিথি যারা!

- Advertisements -

নাসিম রুমি: ক্যারিয়ারে প্রায় সব শিরোপা জেতা হলেও এতদিন বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি লিওনেল মেসি। তবে এবার সেই আক্ষেপও দূর হলো তার। কাতারে ফিফা বিশ্বকাপারে ২২তম আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পান মেসি।

মেসিদের বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার বড়দিনের উৎসবে মাতার পালা। আর্জেন্টাইনদের ক্ষেত্রে এবারের বড়দিনের আনন্দই আলাদা। বড়দিনের উৎসবের মিষ্টতা যেন বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ।

গত রোববার (১৮ ডিসেম্বর) রাত থেকেই উৎসবে মেতেছে আর্জেন্টিনা। সেই উৎসবে যোগ দিতেই এবার মেসিদের দেশে পৌঁছে গেছেন তার বন্ধু লুইস সুয়ারেজ। মূলত বিশ্বকাপ জয় ও বড়দিন উপলক্ষ্যে বিশেষ পরিকল্পনা করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এবার পরিবার নিয়ে নিজ দেশেই বড়দিন পালন করার চিন্তা করেছেন তিনি। থাকবেন নিজ শহর রোজারিওতেই। রোজারিওর নিজ বাড়ির কাছেই কেন্টাকি কান্ট্রি ক্লাবে বড়দিন পালনের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে রোজারিওতে এসেছেন উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজ। সঙ্গে এসেছেন স্ত্রী সোফিয়া বালবি ও তাদের দুই সন্তান।

বার্সেলোনার সাবেক সতীর্থ মেসি-সুয়ারেজ। দুই জনের বন্ধুত্বর কথা সবারই জান। তাই এবারের বড়দিনে মেসির বিশেষ অতিথি সুয়ারেজ। রোজারিওর বাড়িতে প্রিয় বন্ধুর সঙ্গে বড়দিন পালন করবেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির বড়দিনের আয়োজনে সুয়ারেজ ছাড়াও বেশ কয়েকজন ফুটবলারকে দেখা যেতে পারে। সেই তালিকায় রয়েছেন স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিয়ো আগুয়েরো। তাছাড়াও মেসির পার্টিতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী দলের একাধিক সতীর্থকেও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7s0h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন