চলতি মৌসুমের পর আর বার্সেলোনার কোচ থাকবেন না জাভি হার্নান্দেজ। তাই নতুন কোচ কে হবেন, তা নিয়ে ইউরোপের ফুটবলে চলছে কানাঘুষা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, আর্সেনালের কোচ মিকেল আরতেতা বার্সার নতুন কোচ হতে চলেছেন।
কারণ, কৈশোরে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে খেলেছেন আরতেতা। যে কারণেই অনেকেই ধারণা করেছেন জাভির পর ক্যাম্প ন্যুতে দেখা যাবে তাকেই। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আরতেতা নিজেই। এ ধরনের গুজব নিয়ে তিনি চিন্তিত এবং আতঙ্কিত বলেও জানিয়েছেন।
সোমবার একটি সংবাদ সম্মেলনে আরতেতাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। আপনি গতকাল যা পড়েছেন তা আমি জানি না। এটি কোথা থেকে আসছে, এবং এটি সম্পূর্ণ অসত্য। আমি এটি নিয়ে সত্যিই বিরক্ত।’
তিনি আরও বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি জানি না, এটা কোথা থেকে আসছে। এর কোনো উৎস নেই। কিছুই পায়নি এ বিষয়ে। আমি মনে করি আপনি যখন ব্যক্তিগত বিষয়গু নিয়ে কথা বলবেন তখন আমাদের খুব সতর্ক থাকতে হবে। যেমনটা গতকাল হয়েছে।’
আরতেতা বলেন, ‘আমি সঠিক জায়গায় আছি। আমি সঠিক লোকদের সঙ্গেই আছি। আমি এখানে সত্যিই ভালো অনুভব করছি। যেমন আমি অনেকবার বলেছি, আমি এই ফুটবল ক্লাবের সাথে, এই খেলোয়াড়দের সাথে, এই কর্মীদের সাথে, আমাদের লোকদের সাথে একটি সুন্দর যাত্রায় নিজেকে জড়িয়ে রেখেছি। এখানে এখনো আমার অনেক কিছু করা বাকি আছে।’
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানিয়েছে, আর্সেনালকে সফলভাবেই পরিচালনা করছেন আরতেতা। আগামী ২০২৫ সালে আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হবে তার। তবে আরতেতার সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে এখনো কোনো আলোচনা শুরু করেনি আর্সেনাল।