English

30.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
- Advertisement -

বেনফিকার বড় জয়ে দি মারিয়ার জোড়া গোল

- Advertisements -

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আনহেল দি মারিয়া ছিলেন খানিকটা আলোচনার বাইরে। তবে মাঠে নিজের কাজটা তিনি ঠিকই করে যাচ্ছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়েও গোল করে ও করিয়ে বেনফিকাকে দারুণভাবে টানছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার।

গতকাল রাতে ক্লাব বিশ্বকাপে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে বেনফিকার ৬–০ গোলের জয়ে জোড়া গোল করেছেন দি মারিয়া। এর আগে বোকা জুনিয়র্সের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে দুই ম্যাচে তিন গোল করে এখন ক্লাব বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। তার সমান গোল করেছেন জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ) ও মাইকলে ওলিসে। তিনটি গোলই অবশ্য পেনাল্টি থেকে করেছেন দি মারিয়া।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে লিড নেয় বেনফিকা। এরপরই ফ্লোরিডায় শুরু হয় ঝড়, যার কারণে খেলা বন্ধ থাকে দুই ঘণ্টারও বেশি সময়। খেলা পুনরায় শুরু হলে দ্বিতীয়ার্ধে নামে গোল–ঝড়।

বেনফিকার হয়ে দ্বিতীয় গোল করেন পাভিদিস, তৃতীয় গোল সানচেসের। এরপর বারেইরো যোগ করেন দুই গোল। ম্যাচের একেবারে শেষ দিকে আবারও পেনাল্টি থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন দি মারিয়া।

এই জয়ে ‘সি’ গ্রুপে বেনফিকার পয়েন্ট এখন ৪। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬। অকল্যান্ড সিটি দুই ম্যাচেই হেরে ১৬ গোল খেয়ে গ্রুপ থেকে বিদায় নিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ বোকা জুনিয়র্সের বিপক্ষে। অন্যদিকে, বেনফিকা লড়বে বায়ার্নের সঙ্গে।

গ্রুপের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ২–১ গোলে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে। হ্যারি কেইনের গোলে এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরে বোকা। তবে শেষ দিকে ওলিসের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে জার্মান চ্যাম্পিয়নরা এবং নিশ্চিত করে শেষ ষোলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xqn4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন