নাসিম রুমি: অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দু’পক্ষ চুক্তি বাড়ানো নিয়ে আগেই ইতিবাচক সাড়া দিয়েছিল। এবার যা পেলো তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে দুই বছরের জন্য মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। নেহেরন্সের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে ২০২৮ সাল পর্যন্ত
লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়মি পরিচিতি পেয়েছে বিশ্ব জুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা।
চলতি মৌসুম শেষেই লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির। সেটা এখন লম্বা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে তার নতুন চুক্তিতে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেনি কেউ।
মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়ে অবশ্য খুশি মেসি। তিনি বলেন, ‘সত্যি কথা হলো এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে। সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে এটা সত্যই আমাকে রোমাঞ্চিত করে তোলে।’
মায়ামিতে চুক্তিবদ্ধ হয়েই ক্লাবকে লিগস কাপ উপহার দেন মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরন্স জয় করে সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন লিও। হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখার পেছনে পারফরম্যান্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়মি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা তাদের।
আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নিয়ে মায়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম বলেন, ‘মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম এটা ছিলো অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সব সময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ।’
লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়ের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন সুয়ারেজ, জর্ডি আলবা, বুসকেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের চুক্তি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি।
