English

30.6 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

মেসি-রোনালদো বর্ষসেরা একাদশের লড়াইয়ে

- Advertisements -

নাসিম রুমি: পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো বরাবরই বর্ষসেরা একাদশ ঘোষণা করে থাকে। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ৯ ডিসেম্বর জানা যাবে সেরা একাদশে কারা থাকছেন। তবে এর আগে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে তারা। সেই তালিকায় আছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৬ জনের এ তালিকায় ইউরোপের বাইরে থেকে শুধু এ দুজনই জায়গা পেয়েছেন।

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর আগে জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে রোনালদো যান সৌদি আরবের ক্লাব আল নাসরে। ইউরোপ ছাড়ার পর অনেকেরই ধারণা ছিল, এ দুজন হয়তো ফুটবলের বড় পুরস্কারগুলোর তালিকায় আর জায়গা পাবেন না। নিজেদের সেরা সময় পেছনে ফেলে আসা এবং বয়সের বিষয়টি বিবেচনায় নিলে ভাবনাটা একেবারে অযৌক্তিকও ছিল না।

কিন্তু সেসব ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এখনো বৈশ্বিক পুরস্কারগুলোর তালিকায় জায়গা করে নিচ্ছেন এ দুজন। কদিন আগে ফিফা দ্য বেস্টের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থেকে আলোচনায় এসেছিলেন মেসি। আর এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় পাওয়া গেল মেসি-রোনালদো দুজনেরই উপস্থিতি।

ফিফপ্রোকে আলাদা গুরুত্ব দেয়া হয় এর ভোটিং পদ্ধতির কারণে। এই একাদশ নির্বাচনে ভোট দেন ফুটবলাররাই। যেখানে সর্বোচ্চ ১৭ বার একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন ১৫ বার। ২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে রোনালদো ২০২২ ও ২০২৩ সালে এই একাদশে জায়গা না পাওয়ায় মেসির চেয়ে পিছিয়ে পড়েছেন।

এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ২৬ জনের ১১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের, যা কিনা যে কোনো লিগের মধ্যে সর্বোচ্চ। তবে এই ১১ জনের মধ্যে নেই চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সালাহর নাম। গত মৌসুমের পারফরম্যান্সের কারণেই মূলত সালাহর এই বাদ পড়া।

এই তালিকায় অবশ্য শুধু লিগজয়ী ম্যানচেস্টার সিটি থেকেই স্থান পেয়েছেন ৭ জন। তারা হলেন এদেরসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও আর্লিং হলান্ড।

ক্লাব হিসেবে সিটির উপরে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের মধ্যে থেকে ৮ জন জায়গা পেয়েছেন এ তালিকায়। যেখানে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র দুজনই আছেন।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন যারা :

গোলরক্ষক : এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।

ডিফেন্ডার : দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা ও কাইল ওয়াকার।

মিডফিল্ডার : জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড : আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস, জুনিয়র ও লামিনে ইয়ামাল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/28hf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন