English

26.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

মৌসুম শেষেই ‘ঘর’ লিভারপুল ছাড়ছেন আরনল্ড

- Advertisements -
দীর্ঘ ৫ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় লিভারপুল এখন খুশির নগরী। তবে মৌসুম শেষে বিস্বাদের সংবাদ অপেক্ষা করছে দলটির সমর্থকের জন্য। অবশ্য আজই সেই দুঃখের সংবাদ ইতিমধ্যে জেনে গেছেন সবাই। মৌসুম শেষেই যে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ঘরের ছেলে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড।
সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন আরনল্ড। ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা অন্য সব ফুটবলারের মতো নয়, সেই ছোট্ট বয়স থেকেই এখানে বড় হয়েছেন তিনি। বয়স যখন ৬ তখনই অল রেডদের ডেরায় যোগ দেন। আজ যখন বিদায় নিচ্ছেন তত দিনে ২০ বছর হয়ে গেছে।
এত দীর্ঘ সম্পর্ক যে ছিন্ন করা সহজ ছিল না তা নিজেই জানিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার। 
বিদায় বেলা শৈশবের সব স্মৃতি মনে করে আরনল্ড বলেছেন, ‘লিভারপুলের হয়ে ২০ বছর পর এখন সময় এসেছে বিদায় বলার। মৌসুম শেষেই তাই ক্লাব ছাড়তেছি। আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি।
ক্লাবটি আমার পুরো জীবন, আমার পৃথিবী, ২০ বছর।’ 
গুঞ্জনটা অবশ্য অনেক দিন ধরেই চলছিল। মৌসুম শেষেই নতুন ঠিকানা গড়তে ক্লাব ছাড়বেন আরনল্ড। আজ ঘোষণা দিয়ে গুঞ্জনটাই সত্যি প্রমাণ করলেন ইংল্যান্ডের ডিফেন্ডার। দীর্ঘ ক্যারিয়ারে ৩৫২ ম্যাচ খেলেছেন আরনল্ড।
রক্ষণভাগ সামলিয়ে ২৩ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ মোট ৮টি মেজর ট্রফি জিতেছেন তিনি। ২৬ বছর বয়সী ডিফেন্ডারের পরবর্তি ঠিকানা কোথায় হবে সেটা এখন পর্যন্ত নির্দিষ্ট করে জানা না গেলেও গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। লস ব্ল্যাংকোসদের সঙ্গে ৫ বছরের চুক্তি হতে পারে বলে শোনা যাচ্ছে। 
লিভারপুলের জার্সিতে ২০১৬ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয় আরনল্ডের। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাবে যাদের সমর্থন পেয়েছেন তাদের অশেষ ধন্যবাদ জানিয়ে নতুন চ্যালেঞ্জে এগিয়ে যেতে চান তিনি। একাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ভেতর বা বাহির থেকে আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তা সারাজীবন মনে রাখব। চিরদিনের জন্য আপনাদের কাছে আমি ঋণী। এর বাইরে আর কিছু জানি না। নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত আমার। নিজের আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য পূরণের সময় এখন।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6bg2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন