এত দীর্ঘ সম্পর্ক যে ছিন্ন করা সহজ ছিল না তা নিজেই জানিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার। বিদায় বেলা শৈশবের সব স্মৃতি মনে করে আরনল্ড বলেছেন, ‘লিভারপুলের হয়ে ২০ বছর পর এখন সময় এসেছে বিদায় বলার। মৌসুম শেষেই তাই ক্লাব ছাড়তেছি। আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি।
ক্লাবটি আমার পুরো জীবন, আমার পৃথিবী, ২০ বছর।’ গুঞ্জনটা অবশ্য অনেক দিন ধরেই চলছিল। মৌসুম শেষেই নতুন ঠিকানা গড়তে ক্লাব ছাড়বেন আরনল্ড। আজ ঘোষণা দিয়ে গুঞ্জনটাই সত্যি প্রমাণ করলেন ইংল্যান্ডের ডিফেন্ডার। দীর্ঘ ক্যারিয়ারে ৩৫২ ম্যাচ খেলেছেন আরনল্ড।
রক্ষণভাগ সামলিয়ে ২৩ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ মোট ৮টি মেজর ট্রফি জিতেছেন তিনি। ২৬ বছর বয়সী ডিফেন্ডারের পরবর্তি ঠিকানা কোথায় হবে সেটা এখন পর্যন্ত নির্দিষ্ট করে জানা না গেলেও গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। লস ব্ল্যাংকোসদের সঙ্গে ৫ বছরের চুক্তি হতে পারে বলে শোনা যাচ্ছে। লিভারপুলের জার্সিতে ২০১৬ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয় আরনল্ডের। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাবে যাদের সমর্থন পেয়েছেন তাদের অশেষ ধন্যবাদ জানিয়ে নতুন চ্যালেঞ্জে এগিয়ে যেতে চান তিনি। একাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ভেতর বা বাহির থেকে আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তা সারাজীবন মনে রাখব। চিরদিনের জন্য আপনাদের কাছে আমি ঋণী। এর বাইরে আর কিছু জানি না। নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত আমার। নিজের আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য পূরণের সময় এখন।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6bg2