English

27.8 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

ম্যারাডোনার মৃত্যুরহস্য; চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার

- Advertisements -

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। এবার আদালতে দাঁড়িয়ে প্রধান চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন ম্যারাডোনার কন্যা জিয়ানিনা। জানালেন, তাঁর বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বার বার বলা হলেও সে বিষয়ে কর্ণপাত করা হয়নি।

ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সাত চিকিৎসকের বিরুদ্ধে, যার মধ্যে প্রধান হচ্ছেন লিয়োপোল্ডো লিউক। মাথার খুলি এবং মস্তিস্কের মাঝে অবস্থিত হেমাটোমায় অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। ২০২০ সালের ৪-১১ নভেম্বর লস অলিভোস ক্লিনিকে ভর্তি ছিলেন। এরপরে বাকি চিকিৎসার জন্য বাড়িতে পাঠানো হয়।

জিয়ানিনা জানিয়েছেন, মৃত্যুর আগে ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হচ্ছিল মারাদোনার। তবু হাসপাতালে ভর্তি করানো হয়নি। তিনি বলেন, “আমি লিউককে বলেছিলাম, বাবাকে দেখে খুব খারাপ লাগছে। উনি খুশি নন। হাঁটাচলা করতে পারছেন না। কিন্তু লিউক বলেছিলেন, স্বাস্থ্যের এমন ওঠানামা হয়েই থাকে।”

জিয়ানিনা জানিয়েছেন, বাবার ঠিক কিসের চিকিৎসা চলছে সে ব্যাপারে বার বার জিজ্ঞাসা করতেন লিউককে। কিন্তু কখনও উত্তর পাননি। তাঁর কথায়, “বাবার ৬০ম জন্মদিনে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি আমাকে চিনতে পারেননি। জিজ্ঞাসা করেছিলাম শরীর ভাল আছে কি না। উনি বলেছিলেন, নেই।”

সাত চিকিৎসকের বিচার করবেন তিন বিচারক। সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন