English

28 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

রিয়াল মাদ্রিদের জয়ের রাতে বার্সেলোনার হার

- Advertisements -

নাসিম রুমি: লা লিগার মৌসুমের শেষ ম্যাচ সামনে রেখে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দিন গেল ভিন্নভাবে। লিগ শিরোপা আগেই নিশ্চিত করলেও বার্সেলোনা হার দিয়ে শেষ করল নিজেদের ঘরের মাঠে। অন্যদিকে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সা। ম্যাচের চতুর্থ মিনিটেই আয়োজে পেরেজ গোল করে এগিয়ে নেন ভিয়ারিয়ালকে। তবে ৩৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজের শটে ২-১ ব্যবধানে এগিয়েও যায় স্বাগতিকরা।

কিন্তু বিরতির পর খেই হারায় বার্সা। ৫০ মিনিটে সান্তি কমোসোনা গোল করে ২-২ সমতা ফেরান। এরপর একের পর এক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। উল্টো ৮০তম মিনিটে আবারও গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানে কাতালানরা।

অন্যদিকে, সেভিয়ার মাঠে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এমবাপ্পেকে ফাউল করে সেভিয়ার লোইক বাদে সরাসরি লাল কার্ড দেখেন, দলটি নেমে যায় ১০ জনে। দ্বিতীয়ার্ধে আরও এক ফাউলে ইসাক রোমেরোও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।

৭৫ মিনিটে এমবাপ্পের নিচু শটে এগিয়ে যায় রিয়াল। ৮৭ মিনিটে বেলিংহ্যাম বক্সের ভেতর গার্সিয়ার হেড পাস থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8c91
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন