English

38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

রোনালদো জুভেন্তাস ছাড়ছেন- নিশ্চিত করলেন কোচ

- Advertisements -

গুঞ্জন অবশেষে ধীরে ধীরে সত্যে পরিণত হতে যাচ্ছে। গতকাল থেকে পর্তুগাল এবং ইতালির সাংবাদিকরা বলছিলেন যে, ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে চলে যাচ্ছেন। সিটির সঙ্গে তার চুক্তিও নাকি পাকা হয়ে গেছে। এবার জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিই নিশ্চিত করে দিলেন যে, রোনালদো আর ইতালির ক্লাবটিতে থাকছেন না।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আলেগ্রি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো গতকাল আমাকে বলেছে যে ও যত শিগগির সম্ভব ক্লাব ছাড়তে চায়। এটাই সত্যি, এটাই নিশ্চিত। সে কারণেই ও আজকের অনুশীলনে ছিল না, আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচেও থাকবে না। এখন চলুন আমরা এম্পোলিকে নিয়ে কথা বলি।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০ কোটি ইউরোতে জুভেন্তাসে গিয়েছিলেন রোনালদো। করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জুভেন্তাস এখন রোনালদোর বিশাল অংকের বেতন দিতে পারছে না। তাই ৩৬ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার ক্লাব ছাড়া নিয়ে আলেগ্রির কোনো আক্ষেপ নেই, ‘ঘটনা ঘটতেই থাকে, এটাই জীবনের নিয়ম। জুভেন্তাস ঠিকই থাকছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোনালদোর ওর অবদান রেখেছে, সব সময় নিজের সেরাটা দিয়েছে, এখন ও চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’

জুভেন্তাসে তিন বছরে ১৩৪ ম্যাচে ১০১ গোল করেছেন রোনালদো। জিতেছেন সিরি আ লিগের দুই শিরোপা। কিন্তু তাকে ঘিরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখেছিল জুভেন্তাস, যা রোনালদো পূরণ করতে পারেননি। এই অপূর্ণতা নিয়েও আলেগ্রি কোনো আফসোস করছেন না। তিনি বলেন, ‘রোনালদো যা করেছে সেটার জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। সে তরুণদের জন্য উদাহরণ গড়ে গেছে। কিন্তু যেটা বলেছি আমি, জীবন এগিয়ে যাবে জীবনের নিয়মে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন