English

29.4 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
- Advertisement -

রোনাল্ডোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস

- Advertisements -

নাসিম রুমি: সৌদি প্রো লিগের আশা যদিও ক্ষীণ, তবুও চেষ্টা চালাচ্ছে আল-নাসর। মঙ্গলবার আল-আখদুদের বিপক্ষে রীতিমতো তেঁতে ছিলেন সাদিও মানে-জন দুরানরা। এক, দুবার করে মোট নয়বার জাল কাঁপিয়েছে আল-নাসর। এমন গোলবন্যার দিনে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শিরোপার আশা ফুরাতেই নাখোশ রোনাল্ডো—এমন কথা যখন উঠছে, তখন কোচ স্টেফানো পিউলি কঠিন সিদ্ধান্ত নেন। রোনাল্ডোকে ছাড়াই নামেন লড়তে। তবে হতাশ হননি। উল্টো আল-নাসরের ইতিহাসের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন। সঙ্গে লিগের স্বপ্নও থাকছে বেঁচে।

প্রতিপক্ষের মাঠে রীতিমত ছড়ি ঘুরিয়েছেন সাদিও মানেরা। ৪০ শটের ১৫টি রেখেছেন লক্ষ্যে, গোল হয়েছে নয়টি। বিপরীতে ২৫ শতাংশ বল দখলে রাখা আখদুদ রক্ষণ সামলেই ওপরে উঠতে পারেনি। হারটাও এসেছে বড়। এর আগে আল-নাসরেরর সর্বোচ্চ জয় ছিল গত মৌসুমে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ গোল ব্যবধানে। এবারের জয় ৯-০ ব্যবধান।

আল-নাসরের হয়ে কাল গোলের সূচনা করেন আয়মান ইয়াহিয়া। ১৬ মিনিটে প্রথম গোলের পর প্রথমার্ধে আসে আরও তিন গোল। বাকি সময়ে আরও পাঁচটি। দুটি গোল করেছেন অ্যাস্টন ভিলার সাবেক তারকা দুরান। মার্সেলো ব্রজোভিচ, আয়মান ও মোহাম্মদ মারান পেয়েছেন একবার করে জালের দেখা।

প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করতে বাকি কাজ সেরেছেন সাদিও মানে। লিভারপুলের সাবেক তারকা এদিন হ্যাটট্রিক করেছেন। সবশেষ ৫ ম্যাচে মানে পেয়েছেন ৯বার জালের দেখা। লিগে মোট ২৯ ম্যাচে তার নামের পাশে ১০ অ্যাসিস্ট ও ১৩ গোল। গতকাল পেয়েছেন চারবার জালের দেখা। তাতেই ৯-০ ব্যবধানের রেকর্ড জয় তুলেছে আল-নাসর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vzyl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন