English

26 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

লিওনেল মেসি খুব মন খারাপ করেছে: কোম্যান

- Advertisements -

কাতালান জায়ান্ট বার্সেলোনায় এখন হযবরল অবস্থা চলছে। কয়দিন আগে লিওনেল মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সভাপতি বার্তামেউয়ের প্যাঁচে পড়ে তিনি এক মৌসুম থেকে গেছেন। এবার তার প্রিয়বন্ধু লুইস সুয়ারেসকে ক্লাব ছাড়তে একপ্রকার বাধ্য করেছেন বার্তামেউ। যাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মেসি ক্লাবের বিরুদ্ধে সরাসরি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান বুঝতে পারছেন মেসির মনের অবস্থা। তবে তিনি আস্থা রাখছেন দলের অধিনায়কের ওপর।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। রোনাল্ড কোম্যান বলেছেন, ‘মেসি খুব মন খারাপ করেছে। বন্ধু ক্লাব ছেড়ে চলে যাওয়ায় সে কষ্ট পেয়েছে, এটাই স্বাভাবিক। তারা অনেক বছর একসঙ্গে খেলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে অনুশীলন করছে এবং খেলছে। সে সবার জন্য উদাহরণ। তার মন খারাপ, তবে ফেরার পর সে প্রচুর উৎসাহ দেখিয়েছে। সে মাঠেও তাই দেখাবে।’
নতুন দায়িত্ব নিয়ে বার্সেলোনায় আসার পর কোম্যান জানান, লুইস সুয়ারেস তার পরিকল্পনায় নেই। এটা নিয়ে মেসি তখনও ক্ষুব্ধ হয়েছিলেন। তবে এটা তার একার সিদ্ধান্ত ছিল না বলেও পরিষ্কার করেছেন বার্সেলোনা কোচ, ‘অনেকের ধারণা, এসব কিছুর মূলে আমি, কিন্তু তা ঠিক নয়। তাকে আমি সম্মান দেখিয়েছি। আমি তাকে বলেছিলাম, সম্ভবত সে অনেক মিনিট খেলার সুযোগ পাবে না। তবে সে থাকলে তার ওপর আমি আস্থা রাখতাম। এটা কেবল আমার সিদ্ধান্ত ছিল না, ক্লাবেরও সিদ্ধান্ত ছিল।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন