English

33 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

শিরোপাটা কি হাত থেকে তবে ফেলে দিলেন রোনালদো

- Advertisements -

নাসিম রুমি: ২-০ গোলে এগিয়ে থেকেও রোনালদোর আল নাসর গতকাল ৩-২ গোলে হেরেছে।

২-০ গোলে এগিয়ে থেকে ৩-২ গোলে পরাজয়—এমনটা যে ফুটবলে কখনো হয় না তা নয়। আল নাসরের সঙ্গে গতকাল ঘটেছে এমনটা। তাতে সৌদি প্রো লিগে শিরোপা জয় এক রকম অসম্ভব হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানের আল নাসরের জন্য।

আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় ৩০ ম্যাচ শেষে আল নাসরের ৬০ পয়েন্ট হয়েই রইল। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে। ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল ইত্তিহাদ। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল আহলি সৌদির পয়েন্ট ৬৫ ও ৬১। সবাই ৩০টি করে ম্যাচ খেলেছে।

সৌদি প্রো লিগে দলগুলোর প্রত্যেকে খেলবে ৩৪টি করে ম্যাচ। রোনালদোর দলের শিরোপা জিততে হলে হাতে থাকা চার ম্যাচের চারটিই জিততে হবে। সেক্ষেত্রে আল ইত্তিহাদের হাতে থাকা সবগুলো ম্যাচ হারতে হবে। যদি কোনো এক ম্যাচ তারা ড্র করে, সেক্ষেত্রে চলে আসবে গোল ব্যবধানের হিসেব। আর আল ইত্তিহাদ এক ম্যাচ জিতলে আল নাসরের শিরোপা জয়ের কোনো সুযোগই থাকবে না। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলোর একে অপরের বিপক্ষে কোনো ম্যাচ নেই। আর আল ইত্তিহাদের চ্যাম্পিয়ন হতে শেষ চার ম্যাচে প্রয়োজন ৭ পয়েন্ট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন