English

30.8 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

স্ত্রীর সঙ্গে ফুটবলার শেখ মোরছালিনের বিচ্ছেদ, মামলা প্রত্যাহার

- Advertisements -

নাসিম রুমি: গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন মামলার বাদী সেঁজুতি বিনতে সোহেল।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে আপোস হয়েছে জানিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইশফাকুর রহমান গালিব জানান, মোরসালিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নক্ষত্র। দুই পক্ষের অনুরোধে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। তারই ফলশ্রুতিতে আজ আদালতে উভয় পক্ষ হাজির হয়, আপসনামা দাখিল করেন। আদালত তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন। মামলা প্রত্যাহারের আদেশ প্রদান করেন।

জানা গেছে, ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোরসালিন এবং সেঁজুতি। দেনমোহরের ৮ লাখ টাকার মধ্যে আজ সেঁজুতিকে নগদ ৬ লাখ টাকা দেন মোরসালিন। দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে, যা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নগদায়ন করবেন বলে আপোসনামায় উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর পিতার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ এ সময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/htkg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন