English

23 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
- Advertisement -

১১ দলের লিগ শুরুর ঘোষণা দিল বাফুফে

- Advertisements -

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে নারী ফুটবল লিগ শুরুর ঘোষণা দিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে দলবদল শুরু হবে এবং ২৯ ডিসেম্বর লিগের পর্দা উঠবে। এবারের লিগে মোট ১১টি দল অংশ নেবে।

লিগের সময়সূচি সম্পর্কে কিরণ বলেন, ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে দলবদল কার্যক্রম এবং ৩১ জানুয়ারি লিগ শেষ হবে। স্বল্প সময়ের এই লিগে প্রতিটি ম্যাচের মাঝে দুই দিনের বিরতি রাখা হয়েছে। মাত্র এক মাসের মধ্যে লিগ আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় খেলার সূচির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে, কারণ বছরে একবার হওয়া এই লিগ থেকেই খেলোয়াড়রা আয় করার সুযোগ পায়।

এবারের নারী ফুটবল লিগে যুক্ত হয়েছে নতুন মাত্রা—বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ। প্রতিটি দল সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, যার মধ্যে একসঙ্গে তিনজন মাঠে খেলতে পারবেন। পাশাপাশি বয়সভিত্তিক খেলোয়াড় অন্তর্ভুক্তিরও বাধ্যবাধকতা রয়েছে। প্রতিটি দলে চারজন অনূর্ধ্ব-১৭ এবং ন্যূনতম চারজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড় থাকতে হবে। প্রথম একাদশে অনূর্ধ্ব-১৭ থেকে দু’জন ও অনূর্ধ্ব-২০ থেকে দু’জন খেলানো বাধ্যতামূলক। খেলোয়াড় বদলের ক্ষেত্রেও একই বয়সভিত্তিক নিয়ম মানতে হবে।

প্রথমে লিগটি পুল পদ্ধতিতে আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। ক্লাবগুলো নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। একটি দলে সর্বোচ্চ ৩৫ জন এবং সর্বনিম্ন ২৩ জন খেলোয়াড় রাখা যাবে। লিগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b5uh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ঢাকা আসছেন শোয়েব আখতার

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন