English

31.6 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

৮ গোলের থ্রিলারে ‘ড্র’ করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ

- Advertisements -

নাসিম রুমি: রিয়াল মাদ্রিদ অসাধারণ এক জয়ে ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। আন্তোনিও রুডিগারের অতিরিক্ত সময়ের হেডার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলকে ফেরায় ৪-৪ সমতায়। তার সঙ্গে প্রথম লেগের ১-০ গোলের জয় যোগ করে দলটা সামগ্রিক লড়াইয়ে পেয়ে যায় ৫-৪ গোলের দারুণ এক জয়। যা তাদের কোপা দেল রের ফাইনালে পৌঁছে দিয়েছে।

১১৫তম মিনিটে বদলি হিসেবে নামা রুডিগার আরদা গুলারের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রেমিরো কিছুই করতে পারেননি। গোলের সঙ্গে সঙ্গেই সান্তিয়াগো বার্নাবেউতে শুরু হয় উৎসব।

ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল শ্বাসরুদ্ধকর। ২১ মিনিটের মধ্যে পাঁচটি গোল হয়েছে। দুই দলই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ছিল।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা সোসিয়েদাদ ১৬তম মিনিটে আন্দের বারেনেচেয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩০তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক দুর্দান্ত এক চিপ শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান।

৭২তম মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল সোসিয়েদাদকে আবার এগিয়ে দেয়। এরপর শুরু হয় গোলের বন্যা।

৮০তম মিনিটে মিকেল ওয়ারজাবাল লো শটে গোল করলে অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে মুহূর্তের মধ্যেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চমৎকার এক ভলিতে গোল করে সমতা ফেরান।

৮৬তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি হেডে বল জালে পাঠান। গোলরক্ষক রেমিরো বল ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি।

অতিরিক্ত সময়ের যোগ করা মুহূর্তে আবারও ওয়ারজাবাল হেডে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে রুডিগারের গোল সোসিয়েদাদের স্বপ্ন ভেঙে দেয়। অ্যাগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের ট্রেবল জয়ের আশা এখনো বেঁচে আছে। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। আর কোপা দেল রের শিরোপা জয়ের জন্য তারা লড়ছে ২১তম বারের মতো।

বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l3k9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন