English

23 C
Dhaka
সোমবার, মে ৬, ২০২৪
- Advertisement -

৯-০ গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো লিভারপুল

- Advertisements -

লিগের শুরুটা মোটেও ভালো হয়নি লিভারপুলের। প্রথম দুই ম্যাচ টানা ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হারতে হয়েছিল ম্যানইউর কাছে। ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা যেন তিন ম্যাচে ৭ পয়েন্ট হারিয়ে ক্ষোভে ফুঁসছিল।

অবশেষে সেই ক্ষোভ মোহাম্মদ সালাহরা পুরোপুরি ঝাড়লেন এএফসি বোর্নমাউথকে পেয়ে। সমস্ত রাগ-ক্ষোভ ঝেড়ে বোর্নমাউথের জালে ৯বার বল জড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের রানারআপরা।

Advertisements

ম্যাচের শুরু থেকে গোলের উৎসবে মাতে লিভারপুল। যা চলতে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ নম্বরে উঠে এলো ক্লপের শিষ্যরা এবং লিগে এটাই তাদের প্রথম জয়।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন লুইস দিয়াজ। এরপর ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। বোর্নমাউথকে গোলের মালা পরা অব্যাহত থাকেই।

Advertisements

২৮তম মিনিটে তৃতীয় গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর তিন মিনিট পরই চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন ভিরগিল ফন ডাইক। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই (৪৬ মিনিটে) নিজেদের জালেই বল জড়িয়ে দেন বোর্নমাউথের ক্রিস মেপাম। ৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো।

৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান লুইজ দিয়াজ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন