English

26.4 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে রিয়াল

- Advertisements -

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মিশনে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। রেকর্ড (সর্বোচ্চ) ১৪ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্টরা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব চেলসিকে ২-০ গোলে হারিয়েছে। দারুণ এই জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই সহজ করে রাখল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি বক্সের কিছুটা দূর থেকে কার্ভাহালের চিপে পা ছোঁয়ান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আলতো শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। তবে বিপদমুক্ত করতে পারেননি নিজের দলকে। বল পায়ের কাছে পেয়ে ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন বেনজেমা। ইংলিশ ক্লাবের বিপক্ষে এ নিয়ে ২০ গোল করলেন তিনি। ২৭ গোল নিয়ে সবার ওপরে আছেন লিওনেল মেসি।

বিরতির পরও ইংলিশ ক্লাবটির খেলায় খুব একটা পরিবর্তন লক্ষ করা যায়নি। বল শুধু রিয়ালের দখলেই ছিল। এরই মধ্যে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগোকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বেন চিলওয়েল।

একজন বেশি নিয়ে খেলার সুযোগ ঠিকই লুফে নেয় রিয়াল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো মার্কো আসেনসিও। শুধু তিন মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাসের বিনিময়ে দারুণ এক গোল আসে এই স্প্যানিশ ফরোয়ার্ডের পা থেকে। বাঁকানো নিচু শটে দারুণভাবে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বাকিটা সময়ও গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে চেলসিও কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l0mm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন