English

26.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
- Advertisement -

জোড়া গোল রোনালদোর

- Advertisements -

নাসিম রুমি: হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আরও দুই পদক্ষেপ এগোলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পাশাপাশি জোড়া গোল উপহার দিলেন জোয়াও ফেলিক্সও। বড় জয়ের দেখা পেল আল নাস্‌র।

আজ সকালে সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদকে ৫-১ গোলে বিধ্বস্ত করল আল নাস্‌র। লিগে নতুন মৌসুমে তাদের হ্যাটট্রিক জয় এটি।

দুই অর্ধে দুটি করে গোল করেন রোনালদো ও ফেলিক্স। প্রথমার্ধেই বাকি গোলটি করেন কিংসলে কোমান।

এই দুই গোলে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৪৫।

ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই কোমানের পাস থেকে দলকে এগিয়ে দেন ফেলিক্স।

ষষ্ঠদশ মিনিটে গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সাদিও মানে। ৩০তম মিনিটে দারুণ গতিতে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান কোমান।

রোনালদোর প্রথম গোলটি আসে ৩৩তম মিনিটে। পায়ের এক পাশ দিয়ে দুর্দান্ত এক ডিফেন্সচেরা পাস দেন ফেলিক্স। সঙ্গে থাকা একজনকে ছিটকে গোলকিপারকে পরাস্ত করেন আল নাস্‌র অধিনায়ক।

৪৪তম মিনিটে আবার বল জালে পাঠান ফেলিক্স। তবে বিল্ড-আপে সাদিও মানে ফাউল করায় গোল পায়নি আল নাস্‌র।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তা পুষিয়ে দিয়ে ব্যবধান আরও বাড়ান ফেলিক্স। রোনালদোর পাস থেকে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল হাওয়ায় ভেসে উঠলে গতিময় ভলিতে বল জালে পাঠান তিনি।

৫১তম মিনিটে একটি গোল শোধ করে আল রিয়াদ।

রোনালদো দ্বিতীয় গোলটি করেন ৭৬তম মিনিটে। এখানেও ছোঁয়া আছে ফেলিক্স ও কোমানের। জটলার মধ্য থেকে বক্সের ভেতর দারুণভাবে ক্রস করেন ফেলিক্স। শুয়ে পড়ে পা দিয়ে কোমান বল বাড়ান রোনালদোর কাছে। ফাঁকায় থেকে তার কাজ ছিল স্রেফ টোকা দিয়ে বল জালে পাঠানো।

এই বছর রোনালদোর গোল হয়ে গেল ২৯টি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u6a4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন