English

26.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

তিরিশের পরের রোনালদো যেন আরও ক্ষুরধার

- Advertisements -

নাসিম রুমি: চল্লিশ পেরিয়ে পর্তুগিজ তারকার ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবলে এই সময়টাকে বুড়ো হিসাবে ধরা হয়। বয়সের এই সীমায় আসার আগেই বেশিরভাগ ফুটবলার অবসর ঘোষণা করেন। কিন্তু এই সময়ে রোনালদো ব্যতিক্রম। তিনি দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন।

আর তার ক্যারিয়ারের গোলের হিসাব করলে দেখা যায়, তিরিশের আগে তিনি ৪৬৩টি গোল দিয়েছেন। আর তিরিশের পরে গোল দিয়েছেন ৪৬৪টি। এতেই রোনালদো সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন, বুড়ো রোনালদোর ক্ষিপ্রতা সামান্যও কমেনি। যেন আরও তীব্র ক্ষুরধার করেছেন।

সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে তারুণ্যকে ছাড়িয়ে যাওয়া গোলটি করেন রোনালদো। তার এই গোলে সৌদি ক্লাব আল নাসর জিতেছে ৩-০ গোলে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে (প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল) শেষ আটে পৌঁছে গেল আল নাসর। আল নাসরের জয়ে বাকি ২ গোল জন ডুরানের।

এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল এখন ৬ ম্যাচে ৭টি। আর সব মিলিয়ে চলতি মৌসুমে রোনালদোর গোল সংখ্যা এখন ৩২ ম্যাচে ২৭টি, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্টও (গোলে সহায়তা)। পাশাপাশি আল নাসরের হয়ে এখন ১১০ গোলে অবদান রাখলেন রোনালদো, যেখানে ১০২ ম্যাচে তিনি গোল করেছেন ৯১টি।

পাশাপাশি এই গোল দিয়ে ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পথেও আরেক ধাপ এগোলেন রোনালদো। এখন রোনালদোর গোল সংখ্যা হলো ৯২৭টি। অর্থাৎ ১০০০ গোলে পৌঁছাতে রোনালদোর এখন প্রয়োজন ৭৩ গোল। যে ধারাবাহিকতায় রোনালদো গোল করে চলেছেন, সেটি ধরে রাখলে এই লক্ষ্যপূরণ মোটেই অসম্ভব নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9x1m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন