উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রবল উৎসাহের মধ্যে খবরের শিরোনামে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভক্ত-অনুরাগীদের প্রশ্ন-বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে কি বাগদান সেরে ফেললেন সিআর সেভেন?
শনিবার সিআর সেভেনের বান্ধবী জর্জিনা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। এরপর থেকে এ জল্পনার শুরু হয়।
জর্জিনার পোস্ট করা ছবিতে দেখা গেছে, চশমা পরে ক্যামেরার পানে হাস্যোজ্জ্বল রোনালদো। বান্ধবীর কোমরে হাত তার। আর রোনালদো কাঁধে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন জর্জিনা। জর্জিনার সেই হাতের অনামিকায় হীরার আংটি জ্বলজ্বল করছে। এতেই শেষ নয়, ছবিটির ক্যাপশনে জর্জিনা লিখেছেন ‘ইয়েস’।
এমনটি দেখেই দুয়ে দুয়ে চার মিলিয়ে রোনালদোভক্তদের ধারণা-বাগদান হয়ে গেছে এই জুটির। এখন শুধু ঘটা করে বিয়ের অপেক্ষা।
তবে এর আগেও রোনালদো-জর্জিয়ার এই বাগদান গুঞ্জন বাতাসে ভেসেছে। দুই বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীন রোনালদো-জর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব। সেই সময় পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা জর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হীরার আংটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5dwk
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন