English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

- Advertisements -

টুর্নামেন্টটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তবে পুরুষদের নয়, নারীদের। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়ন হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

এস্টাডিও হোসে আলভালাডে অসাধারণ ডিফেন্স রক্ষা করে ম্যাচের ৭৫তম মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শক্তিশালী বার্সেলোনার জালে একমাত্র গোলটি জড়িয়ে দেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস। দ্বিথীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামা বেথ মিডের দুর্দান্ত পাসে বার্সার জালে বল জড়াতে সক্ষম হন স্টিনা।

১৮ বছর আগে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিলো আর্সেনাল। প্রায় দেড়যুগ পর আবারও শিরোপা উঠলো লাল-সাদাদের ট্রফি ক্যাবিনেটে। তবে মজার বিষয় হলো, আর্সেনালই একমাত্র ইংলিশ ক্লাব, যারা নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওফে আর্সেনালের ফুটবলাররা। একে অপরকে জড়িয়ে ধরে তারা এবং স্ট্যান্ডের কর্নারের সামনে উদযাপন করতে দৌড়ে যায়। সেখানে কয়েক হাজার সমর্থক অবিশ্বাস্য এই জয়ে আনন্দ করছিল।

জয়ের পর আর্সেনাল অধিনায়ক কিম লিটল বলেন, ‘ম্যাচের আগে আমাদের পরিকল্পনা ছিল, বার্সেলোনাকে হারাতে হলে আমাদের আরও নিখুঁত হতে হবে। আজ আমাদের খেলোয়াড় যারা মাঠে নেমেছিল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে।’

পোডিয়ামে কিম লিটল এবং লিয়া উইলিয়ামসন ট্রফি তুলে ধরেন। এ সময় পোডিয়ামের পেছন থেকে কনফেত্তির ঝড় বইতে শুরু করে। এ সময় দারুণ এক দৃশ্য দেখা যায়। গত মৌসুম পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলা আর্সেনালের ফরোয়ার্ড মারিওনা ক্যালডেন্টি বার্সা তারকা আইতানা বনমাতিকে সান্ত্বনা দিচ্ছেন। ১৮ বছর পর আর্সেনালের প্রথম শিরোপা হলেও ক্যালডেন্টির এটা ছিল চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফেবারিট ছিলো বার্সেলোনা। গত ৪ মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার নিয়ে ৫ মৌসুমে ছিল ৪র্থ শিরোপার দ্বারপ্রান্তে। কিন্তু আর্সেনালের কাছে হেরে সেই শিরোপা জয় সম্ভব হলো না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cb2m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন